প্রতিষ্ঠানের ইতিহাস
প্রতিষ্ঠানের ইতিহাস
প্রতিষ্ঠা কালঃ— ১৯৪৪ খ্রিষ্টাব্দ।
প্রতিষ্ঠাতাঃ— দুই ভাই (সহদর) ভারত উপমহাদেশীয় বণিক।
নামঃ হীরা চাঁদ বোথরা এবং
অমর চাঁদ বোথরা।
ভারতীয় উপমহাদেশীয় (বণিক) দুই ভাই আমাদের এই প্রদেশে ব্যবসা করতে এসে এই অঞ্চলের নারী শিক্ষার বিষয়টি তাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। তৎকালীন রংপুর মহকুমার চিলমারী নদী বন্দর অঞ্চলটি ব্যবসার প্রানকেন্দ্র ছিল। দেশি—বিদেশি জাহাজ এই বন্দরে ভিড়ত। ব্যবসার সুবাদে চিলমারী অঞ্চলে বাস করতেন এই দুই সহোদর। পুরুষদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ছিলনা নারী শিক্ষার সুযোগ তাই তারা চিলমারী ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় টিন, বাঁশ কাঠ দ্বারা নির্মাণ করে প্রতিষ্ঠানটি নামকরণ করেন চিলমারী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এরপর ১৯৪৭ সালে দেশ বিভক্তির পর পাকিস্থান সরকারের হাতে চলে যায় প্রতিষ্ঠানটির দায়িত্বভার। শুরু হয় এই অঞ্চলের নারীদের শিক্ষার পথচলা এরই মধ্যে ব্রহ্মপুত্র নদের করাল
Copyright © চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়
Design & Developed by : Atomsoft