সাহিত্য-সংস্কৃতি চর্চাকে সমৃদ্ধশালী ও সমুন্নত করতে প্রতিবছরই মেট্রোপলিস বিশ্ববিদ্যালয় কলেজ প্রকাশ করছে কলেজ বার্ষিকী ‘আবাহন’। ১৯৮২ সালে সর্বপ্রথম ‘বার্ষিকী’ নামে প্রকাশিত হলেও ১৯৯০ সাল থেকে এটির নামকরণ ‘আবাহন’ করা হয়। কলেজের ২৫ বছর পূর্তিতে ১৯৮৫ সালে ‘রজত জয়ন্তী সংখ্যা’ হিসেবে বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। কলেজের শিশু শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্র-ছাত্রীরা, শিক্ষক-শিক্ষিকারা গল্প, কবিতা, প্রবন্ধ, চিত্রাংকন, বাস্তব অভিজ্ঞতা, ভ্রমণকাহিনী প্রভৃতি বিষয়ক লেখা দিয়ে সমৃদ্ধ করে কলেজ বার্ষিকী আবাহনকে। এছাড়া আবাহনে কলেজের বার্ষিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম, ফলাফল ও গৌরবময় অর্জন প্রভৃতি সচিত্র আকারে প্রকাশিত হয়। সাধারণত এটি বছরের শেষের দিকে প্রকাশিত হয়। আবাহন-২০১৪ এর সম্পাদক ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম।
কলেজ বার্ষিকী
Copyright © চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়
Design & Developed by : Atomsoft