প্রধান শিক্ষক
মো: সাজ্জাদুর রহমান
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সেই দানশীল ব্যক্তি মরহুম আলহাজ্ব আমিনুল ইসলাম সাহেবের আত্মার শান্তি কামনা করছি যিনি ০.৩০ একর জমি দান করে ১৯৯৬ সালে বিদ্যালয়টি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার সন্নিকটে জেলা বোর্ডের রাস্তার পার্শ্বে অবস্থান করাইয়াছেন। বিদ্যালয়টি ১৯৪৪ সালে নারী শিক্ষার আলো ছড়ানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু বার বার ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের কারণে ইহা অবহেলিত হইয়া পড়ে। বর্তমানে বিদ্যালয়ের নিজস্ব ০.৭৬ একর জমিতে অবস্থান করছে। চিলমারী উপজেলায় এই বিদ্যালয়টিসহ মোট তিনটি বালিকা উচ্চ বিদ্যালয় আছে। জনবল কাঠামো অনুযায়ী ছাত্র-ছাত্রী সমান। বাকী দুইটি বালিকা বিদ্যালয়ে ২/৩ টি করে শাখা খুলেও ছাত্রী ভর্তি ঠেকানো যাচ্ছে না। আমার বিদ্যালয়টিতেও একই অবস্থা। বিদ্যালয়টির ভৌত অবকাঠামো তথা বিল্ডিং এর জরুরী প্রয়োজন। আমি মাননীয় সরকার মহোদয়ের নিকট চিলমারী উপজেলার নারী সু-শিক্ষা সম্প্রসারণ করার জন্য বিদ্যালয়টিতে একটি বিল্ডিং স্থাপনের আবেদন করছি।